কাঁটাতারের মাঝখানে লাগানো ঢেঁকি, খেলার মাধ্যমেই সম্প্রীতি দু’দেশের বাসিন্দাদের

জমির মাঝখান দিয়ে চলে গেছে উঁচু উঁচু পাঁচিল। তার ফাঁকে গোঁজা গোলাপি রঙের লম্বা তক্তা মতো কিছু একটা। তাকে ঘিরে আছে এক ঝাঁক বাচ্চা। একটু কাছে গেলেই বোঝা যাবে, সেগুলো সি-স। বাংলায় যাকে বলে ঢেঁকি। আমেরিকা-মেক্সিকো সীমান্তের ধারে তৈরি হওয়া পাঁচিল এইভাবেই অস্বীকার করেছে শিশুরা, মানুষরা। আর এই কাজে সাহায্য করেছেন রোনাল্ড রায়েল এবং ভার্জিনিয়া সান ফ্রাটেল্লো।

অধ্যাপক এবং শিল্পী এই দুইজন ২০০৯ সাল থেকেই এমন কিছু তৈরি করার পরিকল্পনা করেছিলেন। নতুন করে এই বিভেদ, এই বেড়া তাঁরা কখনও মেনে নেননি। যেমন মেনে নেননি ওই অঞ্চলের বাসিন্দারা। সানল্যান্ড পার্কের অধিবাসীরা, যারা একসময় একসঙ্গে খেলত, গল্প করত, সেখানে তাঁদের মধ্যে দাঁড়িয়ে আছে পাঁচিল।

সেই পাঁচিলের ফাঁকেই গোলাপি রঙের তক্তাগুলো লাগিয়েছেন রোনাল্ড আর ভার্জিনিয়া। তাঁদের বক্তব্য, এই ঢেঁকিগুলোই হোক সম্প্রীতির প্রতীক। শুধু খেলা নয়, সামাজিক আদানপ্রদানেরও বার্তা দিক এটি। এই ভেদাভেদ যে কখনই কাম্য নয়!