বিখ্যাত ছবিগুলির আদলে সাজছে মানুষ, লকডাউনে উদ্যোগ রাশিয়ায়

করোনার জন্য সব জায়গা বন্ধ। আপনিও ঘরবন্দি। এদিকে ঘরে কিছুতেই মন টিকছে না। মিউজিয়ামে গিয়ে নিজের প্রিয় ছবিগুলো দেখতে পারছেন না যে! এবার ভাবুন, যদি এমন হয় যে ওই ছবিগুলো আপনার বাড়িতেই চলে এল? তাও আবার অন্যভাবে, জীবন্ত হয়ে? ধরুন আপনার সামনে বসে আছে মোনালিসা; কিংবা আপনার ড্রয়িংরুমে রাখা দালি বা পিকাসোর মাস্টারপিস? অবাক লাগতেই পারে। তবে ঠিক এমনটাই করছে রাশিয়ার একটি গ্রুপ। বিখ্যাত ছবিগুলোকে নতুন ভাবে হাজির করছে তারা। তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিচ্ছে।

সাড়ে তিন লাখ সদস্যদের এই ফেসবুক গ্রুপটি মূলত রাশিয়ানদের নিয়েই তৈরি। এঁদের তরফ থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, বিভিন্ন ডাল জাতীয় শস্য দিয়ে তৈরি করা হয়েছে মোনালিসা’র প্রতিকৃতি। কিংবা পিকাসোর ‘দ্য ফ্রুগাল মিল’, ‘ক্রাইং উওম্যান’-কে জীবন্ত করে সামনে নিয়ে আসা। এরকমভাবেই নিজেদের শিল্পসত্তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। পৃথিবীখ্যাত ছবি ‘স্ক্রিম’কেও নতুনভাবে পেশ করেছেন তাঁরা। কখনও ওই ছবির মতো করেই মানুষরা সেজে বসে আছে। কখনও ছবি থেকে বেরিয়ে আসছে একটা কুকুরের মুখ। আর এইসবই করা হচ্ছে আপামর মানুষের বিনোদনের জন্যই। এই সময় যাঁরা বাইরে বেরোতে পারছেন না, নিজের পছন্দমতো জায়গায় যেতে পারছেন না, তাঁদের জন্যই এই আয়োজন মোবাইলে হাজির করছেন তাঁরা।

করোনা হয়তো আমাদের জীবনযাত্রা থামাতে পারে; কিন্তু আমাদের শিল্পসত্তাকে থামাতে পারে কি? মানুষ ঠিকই একটি মাধ্যম খুঁজে নেন। বেঁচে থাকার নানা উপায় খুঁজে নেন। ঠিক যেভাবে এঁরাও খুঁজে নিয়েছেন নিজেদের উপায়। মানুষরা এসব দেখে উৎসাহিতও হচ্ছেন, সেইসঙ্গে নিজেরাও তৈরি করছেন নতুন সৃষ্টি। এইভাবেই নেট দুনিয়ার মাধ্যমেই একে অন্যের হাত ধরছেন সবাই।

More From Author See More