বাড়িতে বসেই জানা যাবে অসুস্থতার কারণ, তৈরি হল ডিজিটাল স্টেথোস্কোপ

এবার আর ডাক্তারখানায় যেতে হবে না। বাড়িতে বসেই শারীরিক সমস্যার চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। জানা যাবে হৃদয় এবং শ্বাসতন্ত্রজনিত রোগের কারণ। তৈরি হল ডিজিটাল স্টেথোস্কোপ। নাম, মাইস্টেথো ভিআর ২।
সুইজারল্যান্ডের জেনেভার একটি সংস্থা মাইস্টেথো তৈরি করল এই ডিজিটাল স্টেথোস্কোপ। রয়েছে ব্লুটুথের প্রযুক্তি। ফোনের সঙ্গে জুড়ে নিতে হবে এই বৈদ্যুতিক স্টেথোস্কোপকে। তারপর বুকের বা পিঠের উপরে ধরলেই, ফুসফুস এবং হৃদপিণ্ডের আওয়াজ রেকর্ড করে নেবে মোবাইল অ্যাপ। নিকটবর্তী চিকিৎসকের কাছে এই রেকর্ড পাঠালেই সমস্যার কারণ জানা যাবে। চিহ্নিত করা যাবে ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা, অ্যাজমার মতো রোগকে।

মাইল্যাব নামের ওই সুইস কোম্পানি, এই প্রযুক্তির উপর ভিত্তি করে কয়েক বছর আগেই একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছিল। তবে সেটি ছিল পোষ্যদের জন্য। মোবাইল অ্যাপটি পশুর হৃদস্পন্দনের আওয়াজের উপর ভিত্তি করেই, রোগ নির্ণয় করত। এবার সেই প্রযুক্তিকেই বদল করে কাজে লাগানো হল মানুষের জন্য। দীর্ঘ গবেষণার পর, সফল হয়েছে এই উদ্যোগ।

সুইজারল্যান্ডের দুই চিকিৎসক ড্যানিয়েল এবং পিয়ের এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যেই স্যুইস সেন্টার ফর ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোটেকনোলজির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মাইল্যাব। খুব শীঘ্রই শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। মূল্যও বেশ কম। মাত্র সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে এই স্টেথোস্কোপ। ইতিমধ্যেই বিভিন্ন দেশের ডাক্তারদের কাছে পরীক্ষামূলক প্রয়োগের জন্য দ্বারস্থ হয়েছে ওই কোম্পানি।

করোনার মহামারী ছড়িয়ে পড়ছে চারিদিকে। অনেক সময়ই সাধারণ জ্বর, সর্দি, বা শ্বাসকষ্ট ভেবে উপেক্ষা করে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই নতুন স্টেথোস্কোপ ঘরে বসেই সম্ভাব্য রোগের শনাক্তকরণ করতে পারবে বলে আশা করছেন ওই বিজ্ঞানীরা। কতো দ্রুত এই যন্ত্রের বাণিজ্যিক ব্যবহার এবং উৎপাদন সফল হয়, এখন সেটাই দেখার।