প্রতিস্থাপনের পরও মৃত ৮০০টি গাছ, আবার কাঠগড়ায় মুম্বাই মেট্রো

কলকাতায় তখন চলছে পুজো। উৎসবের মেজাজে সবাই। তখনই খবর আসে মুম্বাই-এর এক মারাত্মক ঘটনার। বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অর্ডারে, মুম্বাই মেট্রো রেল করপোরেশন লিমিটেড (এমএমআরসিএল) এক রাতের মধ্যে অ্যারে কলোনির ২১০০-টির বেশি গাছ কেটে দেয়। প্রতিবাদে গর্জে ওঠেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সারা দেশের অসংখ্য পরিবেশপ্রেমী মানুষ। অবশেষে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, যেখানে নতুন মেট্রো শেড নির্মাণ করা হচ্ছে, সেই অঞ্চলের অবশিষ্ট গাছগুলি অন্যত্র প্রতিস্থাপিত করা হবে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি ছিল, প্রায় ১৮০০টি গাছ অন্যত্র প্রতিস্থাপন করে  সম্প্রতি ইন্ডিয়া টুডে-র করা একটি সমীক্ষা থেকে জানা গেল, ১৮০০টি গাছের মধ্যে মারা গেছে ৮০০-র কাছাকাছি গাছ। প্রতিস্থাপনের সময় যথেষ্ট যত্ন না নেওয়া এবং উপযুক্ত পদ্ধতি অবলম্বন না করার কারণেই ঘটেছে এমনটা, জানা গেছে সমীক্ষার মাধ্যমে।

অর্থাৎ, নাম-কা-ওয়াস্তে প্রতিস্থাপন হলেও, গাছগুলি বাঁচানোর ক্ষেত্রে যত্ন নেওয়া হয়নি প্রায় কিছুই। বাস্তুচ্যুত হয়ে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি গাছগুলিও। এর কোনো জবাব নেই মেট্রো কর্তৃপক্ষের কাছে। পরিবেশপ্রেমীরা গর্জে উঠুন আবার। একমাত্র প্রতিবাদই পারে ভবিষ্যৎকে এ-ধরণের পরিস্থিতির হাত থেকে বাঁচাতে।

ছবি ঋণ - Etemaad Urdu Daily