রান্নাঘর থেকে উদ্ধার ৭০০ বছরের প্রাচীন ছবি, বিক্রি ২৪ মিলিয়ন ইউরোয়

ফ্রান্স শিল্পের দেশ। বিশ্বখ্যাত বহু শিল্পী এ-দেশে শুধু জন্মানইনি, রেখে গেছেন তাঁদের কর্মকাণ্ডও। তবে সবাই হয়ত এই দেশের নয়। ইতালি, স্পেন বা অনান্য বহু দেশ থেকে শিল্পীরা এসে এ-দেশে কাজ করে গেছেন। তাই ত্রয়োদশ শতাব্দীর আঁকা বিখ্যাত এক ছবি ৭০০ বছর পরেও পড়ে থাকে সে দেশের কোনো এক মহিলার রান্নাঘরে। গল্প নয়, সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ফ্রান্সের কম্পিঁয়েতে।

রেনেসাঁসের সমকালীন ইতালিয়ান চিত্রশিল্পী সিমাবু-র আঁকা একটি দামি ছবির হদিশ পাওয়া গেল ফ্রান্সের এক মহিলার রান্নাঘর থেকে। শুধু তাই নয়, এ-ছবি অকশনে বিক্রি হল ২৪ মিলিয়ন ইউরোতে। শুনে চমক লাগাই স্বাভাবিক। ছবিটি বিক্রি হওয়ায় বর্তমানে কয়েক মিলিয়ন টাকার মালিক হলেন এই ভদ্রমহিলা।

স্বপ্নেও কেউ ভাবতে পারেনি এই ছবি এত দামে বিক্রি হবে। কিন্তু সমকালীন প্রেক্ষাপটে আঁকা এই স্বতন্ত্র ছবিটি আজও মুগ্ধকর। তাই তার গুণের কদর করতে দ্বিধা করেননি আগ্রহীরা। আশ্চর্যের বিষয় এই যে, সিমাবুর আঁকা এই প্রথম কোনো ছবিকে নিলামে তোলা হল। ছবিটির টাইটেল দেওয়া হয়েছিল ‘ক্রাইস্ট মকড’, যা আকারে ১০/৮ ইঞ্চি।

এ-খবরের পর স্বভাবতই উচ্ছ্বসিত বিশ্বের সমস্ত আর্টিস্টরা। এই ছবিতে আলো এবং দূরত্বের ওপর সিমাবুর দক্ষতা প্রশংসা করেছেন স্টিফানা পিন্টা নামের একজন আর্ট বিশেষজ্ঞ। এতগুলো বছর পর এ-ছবি আবিষ্কার হওয়ায় রীতিমত অবাক গোটা শিল্পমহল। তাই তো বলা হয়, কোনো কোনো শিল্প সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকে, আর মানুষ একদিন না একদিন তার কদর করবেই। সিমাবুর ছবিটি যেন এ-কথারই প্রতিচ্ছবি।

More From Author See More