অনলাইন ভিডিওতে প্রতিদিন ৭০ মিনিট ব্যয় করে ভারতবাসী

বাসে বা ট্রেনেই হোক, বা বাড়িতে— ফাঁক পেলেই অনলাইনে পছন্দমতো ভিডিও চালিয়ে দেখি আমরা। শুধু আমি-আপনি নই, এই প্রবণতা গোটা ভারতের। সম্প্রতি এরস নাও এবং কেপিএমজি-এর যৌথ সমীক্ষায় উঠে এসেছে এমনই একটি তথ্য। তাঁদের রিপোর্ট অনুযায়ী, ভারতীয়রা প্রতিদিন প্রায় ৭০ মিনিট অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইটগুলোতে কাটান। ইউটিউব, নেটফ্লিক্স, হটস্টারের মতো জনপ্রিয় সাইটগুলি এই তালিকায় আছে। ভিডিও-র কনটেন্টও দর্শকদের কাছে গুরুত্ব পায় বলে সমীক্ষায় উঠে এসেছে।

এরস ডিজিটাল কর্তৃপক্ষের মতে, অনেক ভারতীয়ই এই ডিজিটাল দুনিয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন। যার প্রতিফলন এই রিপোর্টে কিছুটা উঠে এসেছে। এমনকি, কাজের সময়ও নিজেকে রিল্যাক্স রাখতে অনেকে এইসব স্ট্রিমিং সাইটগুলোকে বেছে নেয়। কিন্তু এর ফলে তাঁদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেই কথা রিপোর্টে বলা নেই।