৬০-এ পা দূরদর্শনের

মনে আছে ছোটবেলার কথা? যখন টিভি মানেই দূরদর্শন? গান হোক, সিরিয়াল বা সিনেমা – বিনোদনের একমাত্র উপকরণ ভারতবাসীর ঘরে পৌঁছে দিত এই দূরদর্শনই। নব্বই দশকেরও অনেকটা সময় জুড়ে ছিল দূরদর্শনের দাপট। সংবাদের ক্ষেত্রেও, অসংখ্য মানুষ বিশ্বাস করতেন একমাত্র দূরদর্শনকেই। এখনও কি বয়স্ক কেউ-কেউ অবসরে টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে থমকে যান না এই চ্যানেলেই? তরুণতর প্রজন্ম জানলই না দূরদর্শনে শক্তিমান, মালগুডি ডে’জ, ওম্‌ নমঃ শিবায় এবং আরও অনেক সিরিয়াল দেখার রোমাঞ্চ। তবে আর যাই হোক, দূরদর্শন নিয়ে মানুষের নস্টালজিয়ার শেষ নেই এখনও। সেই দূরদর্শনই গতকাল পা দিল ৬০ বছরে।

শুধু পরীক্ষার জন্য, ভারত সরকার ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর দিল্লিতে লঞ্চ করে চ্যানেলটিকে। সপ্তাহে দু’বার করে ১ ঘণ্টার প্রোগ্রাম দেখতে পেতেন সাধারণ মানুষ। তাও কেবল দিল্লির ৪০ কিলোমিটার পরিবৃত্তের মধ্যেকার মানুষজন। অল ইন্ডিয়া রেডিও-র অংশ হিসেবে, প্রতিদিনের সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সাল থেকে, যেখানে শুধুমাত্র ৫ দিনের রেডিও বুলেটিন পড়া হত। ১৯৮২ সালে আসে রঙিন অনুষ্ঠান সম্প্রচার। ইন্দিরা গান্ধীর লাইভ ভাষণও সম্প্রচারিত করা হয় তখনই। ১৯৮৩-তে লাইভ বিশ্বকাপ ক্রিকেট সম্প্রচার আরেক মাইলস্টোন দূরদর্শনের পালকে।

আর তারপর, আমাদের শৈশব-কৈশোরের দিনগুলির কথা তো আমরা জানিই! সেসব স্মৃতি সবার হয়েও ব্যক্তিগত।