মারা গেল মন্দির থেকে উদ্ধার হওয়া ৮৬টি বাঘ

গোটা বিশ্বজুড়ে বাঘের সংখ্যা কমে যাওয়ায়, সচেতন হয়েছেন অনেকেই। কিন্তু শত চেষ্টা করলেও কিছু-না-কিছু বেনিয়ম হতেই থাকে আড়ালে। আর তাতে প্রাণ যায় বাঘের। এমনই এক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাইল্যান্ড।

বৌদ্ধ মন্দির ‘ওয়াট পা লুয়াং থা বুয়া’ পরিচিত ছিল ‘টাইগার টেম্পল’ হিসেবে। অনেক পর্যটক সেই মন্দিরে হাজির হতেন শুধুমাত্র বাঘ দেখার জন্যেই। ২০১৬ সালে সে-দেশের সরকার বাঘ পাচারের সন্দেহে ১৪৭টি বাঘ উদ্ধার বাজেয়াপ্ত করে মন্দিরটি থেকে। বিরল প্রজাতির সাইবেরিয়ান বাঘ ছিল সেগুলি। অভয়ারণ্যে নতুন জায়গা দেওয়া হয় তাদের।

এর মধ্যে, ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গেছে ৮৬টি বাঘ। কয়েক প্রজন্ম ধরে অবৈধ ব্রিডিং এবং বাইরের প্রকৃতির সঙ্গে সংস্পর্শে না আসার কারণে, তাদের শরীরের সাধারণ রোগ প্রতিরোধক ব্যবস্থা প্রায় ফুরিয়ে এসেছিল। এ ছাড়াও, সে-সময় অবৈধ বাঘের ছাল, দাঁত সহ ২০টির বেশি মৃত বাঘের বাচ্চা পাওয়া যায় মন্দিরটি থেকে।