মুছে গেছিল বন, ৪০ লক্ষ গাছ লাগিয়ে অরণ্য ও বন্যপ্রাণ ফিরিয়ে আনলেন এই দম্পতি

উন্নয়নের স্বার্থে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে পৃথিবীর বনাঞ্চল। ইউনাইটেড নেশনস ফুড এন্ড অ্যাগ্রিকালচার অরগ্যানাইজেশনের তথ্য অনুযায়ী, ১৯৯০ সাল থেকে ১২৯ মিলিয়ন হেক্টরের বনাঞ্চল পৃথিবীতে থেকে হারিয়ে গেছে। বনাঞ্চল ধ্বংসের কারণে হারিয়ে যাচ্ছে বহু বিরল প্রজাতির প্রাণী। তবুও উত্তরোত্তর বেড়েই চলেছে অরণ্য নিধন।

কিন্তু কিছু মানুষ থাকেন ব্যাতিক্রমী। জীবনযাত্রায় পেশাদারিত্বের পাশাপাশি, তাঁরা প্রকৃতিকে রক্ষা করারও দায়িত্ব নেন। ব্রাজিলিয়ান ফটোগ্রাফার সেবাস্তিয়াও সালাগাদো ও তাঁর স্ত্রী লেলিয়া সালাগাদো দুজনেই যে-পরিমাণ উদ্যোগ নিয়ে বনাঞ্চল ফিরিয়ে দিচ্ছেন, তা এ বিশ্বে বিরল।

শুধুমাত্র ছবি তোলা নয়, পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক করে গড়ে তুলতেই তাঁদের এই অনন্য উদ্যোগ। সেবাস্তিয়াও তাঁর জীবনে ফোটোগ্রাফিতে বহু পুরস্কার জিতেছেন। কিন্তু সেসবের থেকেও তাঁর এই প্রয়াস অনেক বড় হৃদয়ের পরিচয় দেয়। ১৯৯৪ সালে ওয়ান্ডান জেনোসাইডের পর ব্রাজিলের ওয়ান্ডান অঞ্চলটি বনাঞ্চল বিহীন হয়ে যায়। হারিয়ে যায় বহু জানা-অজানা প্রাণী। অঞ্চলটির মাত্র ০.৫ শতাংশ অংশে গাছপালার অবস্থান ছিল। সেই হতাশা থেকেই তাঁরা অঞ্চলটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে সচেষ্ট হয়েছিলেন।

স্বামী-স্ত্রী দুজন মিলে ৪০ লক্ষ চারাগাছ বপন করে অঞ্চলটিতে সবুজ প্রাণ ফিরিয়ে আনেন। আর আজ এত বছর পর সেই জায়গা ফিরে এসেছে তার পুরনো রূপে। স্বাভাবিক নিয়মে ফিরছে জঙ্গলের প্রাণীরাও। ১৭২ রকমের পাখি, ৩৩ রকমের স্তন্যপায়ী প্রাণীর বসবাস এই বনাঞ্চলে। বাদ যায়নি সরীসৃপ ও উভচর প্রাণীরাও। বর্তমানে তাদের নিরাপদ বাসস্থান এই বনাঞ্চল।

দম্পতির কাছে প্রকৃতিই বিশ্ব, তাই প্রকৃতির কাছেই সহজপাঠ শিখতে চান তাঁরা। প্রকৃতি ধ্বংস হলে যে মনুষ্যজাতির টিকে থাকাও ক্রমশ কঠিন হয়ে পড়বে, এই সহজ কথাটাই সবার মধ্যে ছড়িয়ে দিতে চান এই যুগল।