জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক বাংলার অভিনব-র

বয়স মাত্র ১৪ বছর। তারই মধ্যে কনিষ্ঠতম শ্যুটার হিসাবে ভারতের জাতীয় সিনিয়র দলে জায়গা পাকা করে নজির গড়েছে অভিনব। এবার মুকুটে জুড়ল আরও একটি পালক। প্রথমবার আন্তর্জাতিক পদকজয়ের স্বাদ পেল বাংলার কিশোর। গত ১১ তারিখ জার্মানিতে আয়োজিত সুল-য়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুদ্ধশ্বাস ফাইনালে রুপোর পদক ঝুলিতে পুরল অভিনব সাউ (Abhinaba Shaw)। 

হ্যাঁ, রুদ্ধশ্বাসই বটে। কারণ, কনিষ্ঠতম প্রতিযোগী হিসাবে এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করলেও, অনিশ্চিত ছিল অভিনব আদৌ অংশগ্রহণ করতে পারবে কিনা। মূল প্রতিযোগিতায় নামার আগের দিন ছাড়পত্রের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাকে। অভিনবর বাবা রূপেশ সাউয়ের কথায়, “পোশাক ও জুতোর কঠিনত্ব নির্দিষ্ট মাপকাঠির বাইরে চলে গেলে প্রতিযোগিতায় নামার ছাড়পত্র পান না শ্যুটাররা।” অভিনবের ক্ষেত্রে হয়েছিল এই একই ঘটনা। ভারত থেকে নিয়ে যাওয়া পোশাক শক্ত হয়ে গিয়েছিল জার্মানির শীতল আবহাওয়ায়। আর সেই কারণেই ছাড়পত্র পেতে প্রায় ১২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে অভিনবকে। শেষ পর্যন্ত রোদে দিয়ে এবং অন্য কাপড়ের ঘর্ষণে হাল ফেরে অভিনবের ইউনিফর্মের। 

তবে আশ্চর্যের বিষয়, মূল ইভেন্টের আগের রাতে এমন অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েও মানসিকভাবে ভেঙে পড়েনি অভিনব। বরং, শ্যুটিং রেঞ্জে যেন ফিনিক্সের মতোই নিজেকে মেলে ধরে চতুর্দশবর্ষীয় কিশোর। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগের ফাইনালে ২৫৭.৭ পয়েন্ট সংগ্রহ করে পাকা করে ফেলে দ্বিতীয় স্থান। “এই বয়সে এমন একটি অ্যাচিভমেন্ট অভিনবের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা শুধু আসানসোল রাইফেল ক্লাব কিংবা বাংলার নয়, গোটা দেশের গর্ব”, জানালেন আসানসোল রাইফেল ক্লাবের সম্পাদক দেবাশিস চট্টোপাধ্যায়। এই ক্লাবেই বর্তমানে প্রশিক্ষণরত বাংলার তরুণ তারকা। 

আরও পড়ুন
পর পর তিন ট্রায়ালে সোনা, শ্যুটিং বিশ্বকাপের যোগ্যতা অর্জন মেহুলির

অভিনবের জন্ম ২০০৮ সালে। সেই বছরই বেজিং অলিম্পিক্সে সোনা জিতে নজির গড়েছিলেন ভারতের আরেক তারকা অভিনব বিন্দ্রা। রূপেশ বাবু জানালেন, তাঁর নামানুসারেই নাম রেখেছিলেন সদ্যজাত সন্তানের। স্বপ্ন ছিল, তাঁর সন্তানও একটি পদক আনবে আন্তর্জাতিক শ্যুটিং-এর মঞ্চে। ২০১৬ সালে শ্যুটিং-এর জগতে হাতেখড়ি অভিনবের। ২০১৮ ও ২০২১ সালে রাজ্য চ্যাম্পিয়নশিপের তকমা ঝুলিতে পুরেছে কিশোর শ্যুটার। তাছাড়াও ২০১৮ সালে জাতীয় স্তরে দুটি সোনা জিতেছিল অভিনব। ২০১৯-এর ‘খেলো ইন্ডিয়া’-তেও জিতেছিল স্বর্ণপদক। এবার প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতে বাবার স্বপ্নপূরণ করল আসানসোলের কিশোর… 

আরও পড়ুন
প্যারালিম্পিক শ্যুটিং-এ স্বর্ণপদক, ইতিহাস গড়লেন রাজস্থানের অবনী

Powered by Froala Editor