মাত্র চার বছরেই ১২৯টি রেকর্ড ভাঙলেন এই ইঞ্জিনিয়ার

কথায় কথায় মনে হয় না, ইস যদি গিনিস রেকর্ডে অন্তত একবার যদি নামটা ওঠে! ব্যাপারটা বেশ জমে উঠবে তাহলে! ভাবেন তো? কিন্তু ৪ বছরের মধ্যে ১২৯টি রেকর্ড ভাঙার স্বপ্ন কি দেখেছিলাম আমরা কোনদিন? এটাই সত্যি করে দেখিয়েছেন ডেভিড রাশ। হ্যাঁ, মাত্র ৪ বছরের মধ্যেই গিনিস বুকের ১২৯টি রেকর্ড ভেঙেছেন তিনি।

৩৪ বছরের ডেভিড আসলে এমআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে কাজও করছেন একটি সংস্থায়। তবে এই অদ্ভুত নেশাটি শুরু করেন ২৯ বছরে এসে। নিজের জাগলিংয়ের দক্ষতাকে আরও ভালভাবে ঝালিয়ে নেওয়ার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নেওয়া শুরু করেন। যার ফলশ্রুতি এই রেকর্ড। স্কিপিং করতে করতে হাফ ম্যারাথন, টরটিলা ছোঁড়া-সহ মোট ১২৯টি ক্ষেত্রে পুরনো রেকর্ড ভাঙেন ডেভিড। তাও মাত্র চার বছরের মধ্যে। একেবারে ১২৯টি রেকর্ডের পাশে নিজের নাম দেখার সৌভাগ্য কজনের হয়?

ডেভিড অবশ্য বলেন, লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে একদিন না একদিন ফল পাওয়া যায়। এখনও নিজের রাস্তা থেকে সরেননি তিনি। জারি রয়েছেন নিজের লক্ষ্যে।