ইউক্রেনের সেনার পাশে ১০ বছরের চেকার-চ্যাম্পিয়ন

শহরের ব্যস্ততম শপিং মলের সামনে ফোল্ডিং টেবিলে চেকার বোর্ড সাজিয়ে বসে রয়েছে এক কিশোরী। টেবিলের এক ধারে রাখা ছোট্ট একটি বাক্স এবং সাইনবোর্ড। তাতে ইউক্রেনীয় ভাষায় লেখা, ‘চেকারে আমার কাছে হারলে সামান্য অনুদান দিয়ে যান। এই অর্থ যাবে দেশের সেনা-তহবিলে।’

সম্প্রতি, এমনই অবাক করা দৃশ্য ধরা পড়ল ইউক্রেনের রাজধানী কিভ (Kiev) শহরে। প্রাণ বাঁচাতে অধিকাংশ বাসিন্দাই ঘর ছেড়েছেন যুদ্ধবিধ্বস্ত কিভ থেকে। তবে দেশ ছেড়ে যেতে নারাজ এই ছোট্ট কিশোরী। বরং, নিজের মতো করেই দেশের জন্য লড়াই-এ নেমেছে সে। পাশে দাঁড়াচ্ছে দেশের সেনাবাহিনীর। 

ভ্যালেরিয়া ইয়েজোভা। না, সে কোনো সাধারণ কিশোরী নয়। অনুর্ধ্ব-১৩ চেকারের (Checker) বিশ্বকাপে ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইউক্রেনের ১০ বছর বয়সি ভ্যালেরিয়া। এমনকি তাঁর কোচ এবং ট্রেনিং ইনস্টিটিউটের দাবি, সমবয়সীদের থেকে বহু অংশে এগিয়ে রয়েছে ভ্যালেরিয়া। দেশের হয়ে একাধিকবার আন্তর্জাতিক পদক এনেছে সে। এবার এই তরুণ প্রতিভাবেই সম্পূর্ণ ভিন্নভাবে পাশে পেল ইউক্রেন। 

দেশে যুদ্ধ শুরু হওয়ার পর একপ্রকার ত্রস্ত হয়ে পড়েছিল ভ্যালেরিয়া। বন্ধ হয়ে গিয়েছিল তার পড়াশোনা, খেলার অনুশীলনও। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। পরিবারের বেশ কয়েকজন সদস্যও যোগ দেন ইউক্রেনীয় সেনাবাহিনীতে। তবে ১০ বছরের কিশোরী কি আর যুদ্ধক্ষেত্রে নামতে পারে? তাই অন্যভাবে লড়াই শুরু করে সে। চেকার বোর্ড নিয়ে হাজির হয় কিভ শহরের একসময়ের ব্যস্ততম শপিং মলে। বর্তমানে যা এই শহরের একমাত্র শপিং-মলও বটে। কারণ বাকি সমস্ত বড়ো দোকান-পাটই বন্ধ হয়েছে যুদ্ধের জেরে। কমেছে ক্রেতাদের সংখ্যাও।

বিগত দু’সপ্তাহ ধরেই এই মলের সামনে চেকার বোর্ড নিয়ে হাজির হচ্ছে ভ্যালেরিয়া। প্রথমে সাড়া না পেলেও, বর্তমানে বহু মানুষ অংশগ্রহণ করছেন তার এই লড়াই-এ। চেকার খেলছেন, সাধ্য মতো দিয়ে যাচ্ছেন অর্থ-সাহায্য। আশ্চর্যের বিষয় হল, এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি ছোট্ট কিশোরী। 

রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে বহু ইউক্রেনীয় তারকাই মাঠে নেমেছেন দেশের জন্য। তাঁদের মধ্যে অন্যতম ইউক্রেনীয় তারকা ও অ্যাক্টিভিস্ট স্যার হেপরি টুলা। সরাসরি বন্দুক হাতে তুলে না নিলেও ইউক্রেনীয় বাহিনীর সঙ্গেই কাজ করছেন তিনি। সম্প্রতি তাঁর হাতে ৭০০ ডলারের অনুদান তুলে দেন ভ্যালেরিয়া। হ্যাঁ, কেঁদে ফেলেছিলেন সে-দেশের অন্যতম দাপুটে মানবাধিকারকর্মী। তবে আজ এই লড়াই-এ ভ্যায়ালেরিয়া একা নয়। তার দেখা-দেখি বিগত এক সপ্তাহে ইউক্রেনের নানা অংশে চেকার বোর্ড নিয়ে অর্থ-সংগ্রহে হাজির হয়েছে বহু খুদে তারকা। লক্ষ্য একটাই— মাতৃভূমির সুরক্ষা…

Powered by Froala Editor