বইমেলায় গায়ত্রী ।। কিছু মুহূর্তের জন্ম হয়

বইমেলায় উপস্থিত গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। ভার্চুয়াল নয়, সশরীরে। ছাত্রজীবনের পর এই প্রথমবার। বইমেলার শেষ লগ্নে, গত শুক্রবার, উপস্থিত হয়েছিলেন তিনি। কিছুক্ষণ সময় কাটালেন তাঁর প্রথম বাংলা বই 'অপর'-এর প্রকাশক অনুষ্টুপ পত্রিকার স্টলে। পাঠকরা সেখানে তাঁর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন। সংগ্রহ করেছেন সই। এরপর এসবিআই অডিটোরিয়ামে বক্তৃতায় বইপাঠ সংস্কৃতি ও অন্যান্য বিবিধ বিষয় তুলে ধরেছেন। বক্তৃতার শেষে সাংবাদিক সম্মেলনে উঠে এসেছে ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গও। বই নিয়ে আলোচনার পাশাপাশি উঠে এসেছে দেশ-কাল-সমাজের প্রসঙ্গও। বইমেলা প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল এক টুকরো ক্লাসরুম।
এই সম্পূর্ণ আয়োজনের অন্যতম অংশীদার ছিলাম আমরা, প্রহর.ইন। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ৮০ তম জন্মদিনে তাঁর প্রথম বাংলা বই 'অপর'-এর প্রকাশ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে ছিলাম আমরা।
বইমেলার এই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত থাকার সুযোগ পাননি, তাঁদের জন্য রইল সেদিনের কিছু মুহূর্ত।

See More

Latest Videos