উত্তর কলকাতার জমায়েত

উত্তর কলকাতার জমায়েত 'দোলে পথ শূন্য আড্ডা আণ্ডাবাচ্ছা নিয়ে রোয়াকে উঠেছে নেড়ি। ঝাঁপ ফেলে দিয়ে দোকানি ঘরের পথে। দোলে নৌকাটিতে কুমোরটুলির ঘাটে মা দুগ্গা মাটিতে' 'উত্তর কলকাতার কবিতায় লিখেছিলেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায়। দশকের পর দশক ধরে যে বই আমাদের ঋদ্ধ করেছে, পাঠ-অভিজ্ঞতায় ভেসে উঠেছে আলোআঁধারি গলি। তাঁর কাব্যভাবনা ও অন্যান্য বিষয় নিয়ে মেতে উঠবে এই আড্ডা। সঙ্গে থাকছেন কবি রাহুল পুরকায়স্থও। দীর্ঘদিনের কবিতাজীবনে তাঁর সাধ���ার পথটিও আলো-আঁধারেই ঘেরা। ঠিক যেন সান্ধ্যভাষা। একবার সূত্র পেলে, অনন্তের ছোঁয়া পান পাঠক। এই দুই কবি আসছেন কাল, প্রহরের লাইভ অনুষ্ঠানে। নাম - 'উত্তর কলকাতার জমায়েত'। এখানে উত্তর কলকাতা আসলে রূপক, যা তুলে ধরে বাংলা কবিতার আবহমানের সুর। সঞ্চালনার দায়িত্বে সুকল্প চট্টোপাধ্যায়। তাহলে দেখা হচ্ছে বুধবার, রাত আটটায়। প্রহরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ...

See More

Latest Videos