কবির কণ্ঠরোধ

'প্রতিবাদ'। এই শব্দটার অর্থ একেকজনের কাছে একেকরকম। প্রতিবাদীকে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদও কম গুরুত্বের নয়। কিন্তু এই যে প্রতিবাদী স্বরকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলেছে যুগে যুগে, তা কি আসলে মুষ্টিবদ্ধ হাতকেই ত্বরান্বিত করে না? কবি এমনই এক মানুষ, যিনি তাঁর লেখায় কিংবা জীবনে ফুটিয়ে তোলেন সেইসব প্রতিবাদের ছবি। আবার, কবি এখানে রূপকও হতে পারেন। প্রত্যেক শিল্পের মধ্যেই অন্তর্নিহিত যে কবিতা, তাও তো হয়ে উঠতে পারে প্রতিবাদ! আর তা যদি আটকানোর চেষ্টা হয়? কে আটকাতে পারে, সেই উত্তর কমবেশি আমাদের সকলেরই জানা। 'কবির কণ্ঠরোধ' শীর্ষক এই অনুষ্ঠানও আসলে সেই বাধার বিরুদ্ধে একপ্রকার প্রতিবাদ। উপস্থিত থাকছেন সব্যসাচী দেব, শুভেন্দু মাইতি ও কিউ। সঞ্চালনায় অর্ক দেব। ১৫ জুলাই, বুধবার, রাত ৮টায়। চোখ থাক প্রহরের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে...

See More

Latest Videos