উত্তরপ্রদেশে প্রতি ৩ ঘণ্টায় একটি ধর্ষণ, বাংলার নারী-সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন আদিত্যনাথ!

আবার উঠে এল হাথরসের নাম। এবার অভিযুক্তের গুলিতে ঝাঁঝরা হলেন নির্যাতিতার বাবা। তবে এই ঘটনার বীজ বপন হয়েছিল বছর দুয়েক আগে। ২০১৮ সালে গৌরব শর্মা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। এমনকি গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। কিন্তু মাস খানেক কারারুদ্ধ থাকার পরই জামিনে মুক্তি মেলে তাঁর। তবে দুই পরিবারের মধ্যে সেই ঘটনা নিয়ে জারি ছিল দীর্ঘদিনের টানাপোড়েন।

সোমবার বিকালে স্থানীয় একটি মন্দিরে এদিন দুই পরিবারের সাক্ষাতেই শুরু হয় কথা কাটাকাটি। তারপর প্রকাশ্যেই ঝলসে ওঠে আগ্নেয়াস্ত্র। গুলি চলে ১২ বার। নির্যাতিতা বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। অভিযুক্তের পরিবারের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও পলাতক গৌরব শর্মা। 

হাথরসে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার ধর্ষণের ছবি উঠে এসেছে হাথরস থেকে। শুধু গত বছরেই বেশ কয়েকবার নির্যাতনের সাক্ষী থেকেছে হাথরস। ধর্ষণে ২০ বছরের দলিত যুবতীর মৃত্যু হওয়ার পর পরিবারের অনুমতি না নিয়েই তাঁর দেহ সৎকার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। দেখা গেছে এমন ঘটনাও।

অথচ কী সাবলীলভাবেই সে-রাজ্যের মুখ্যমন্ত্রী আজ মালদহে বলে গেলেন নারী সুরক্ষার কথা! ভিন রাজ্যে সভায় এসে জানালেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলা। শুধু গত বছরের পরিসংখ্যানেই পরিষ্কার হয়ে যায় বাস্তব পরিস্থিতি। ২০২০-র রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ঘটেছে ২২৩টি ধর্ষণের ঘটনা এবং ৬৩৯টি অপহরণ। ওই একই বছরে উত্তরপ্রদেশে শুধু ধর্ষণের সংখ্যা ৩০৬৫। অর্থাৎ, প্রতি তিন ঘণ্টায় একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে যোগীর রাজ্যে। সংখ্যাটা বাংলার পরিসংখ্যানের ১২ গুণ। তাও অন্যান্য যৌন হেনস্থা, নির্যাতন এবং শ্লীলতাহানির ঘটনা বাদ দিয়েই এই রিপোর্ট।

আরও পড়ুন
ধর্ষণের হাত থেকে বাঁচাবে করাল দাঁত, অভিনব ‘রেপ-এক্স’ কন্ডোম আবিষ্কার চিকিৎসকের

ভোটের রাজনীতিতে, প্রচারে ‘নারী সুরক্ষা’-ই কি তবে এখন চটজলদি দাওয়াইয়ে পরিণত হয়েছে? প্রশ্ন থেকে যাচ্ছে সেই জায়গাটাতেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি তোলেন নারী নির্যাতন নিয়ে, সেই উত্তরপ্রদেশেই মহিলারা আদৌ সুরক্ষিত তো?

আরও পড়ুন
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নতুন আইন জারি বাংলাদেশে

তথ্যসূত্র-
১. Crimes against women: NCRB report, October 2020

আরও পড়ুন
ধোনির ছোট্ট মেয়েকে ধর্ষণের হুমকি; ক্রিকেট কি এই শিক্ষাই দিচ্ছে আমাদের?

Powered by Froala Editor

More From Author See More