থ্রিলারের চেনা গণ্ডি ছেড়ে বাঁক নিল 'শব্দ জব্দ', প্রশ্নের ভূত তাড়া করবে দর্শককেও

একটা ছাদ বা টেরাস, খোলা আকাশের নিচে একটা বাথটাব রাখা। বাথটাবে দুটি মানুষ, বিখ্যাত রহস্য গোয়েন্দাগল্প লেখক সৌগত সিনহা এবং একজন যুবতী সাংবাদিক। চারপাশে পড়ে আছে অজস্র বই। এই সাক্ষাতকারের কি সত্যিই অস্তিত্ব আছে? নাকি তা চলছে সৌগত সিনহার অন্তরমহলে? ক্রমশ ঘন হয়ে আসছেন যুবতী সাংবাদিক, লেখককে বলছেন তিনি যেন তাঁর নিজের কথা শোনান এবার। তাঁর লেখায় ফিরে ফিরে আসা মৃত্যু, অন্যান্য রহস্য উপন্যাস থেকে ধার করা প্লট। সৌগত সিনহা উত্তর দেন এসব গল্প আসলে তাঁরই। কিন্তু কোন গল্প? তাঁর জীবনের কোনও গল্পই কি আর গোপন আছে, যা বারবার করে ফিরিয়ে আনবে এই মৃত্যু, রহস্যের সমীকরণকে?

'শব্দ জব্দ' জুড়ে এই প্রশ্ন তাড়া করে বেড়াবে দর্শককে; আর তাড়া করবে থ্রিল, যে থ্রিল লুপ্ত নাকি গুপ্ত তা দর্শক জানে না। বলা যেতে পারে হইচই এর নতুন ওয়েবসিরিজ 'শব্দ জব্দ'-এর মূল ভিত্তি এটিই। থ্রিলারের চেনা মেজাজ এখানে মিলবে ভালোমতোই। টানটান স্ক্রিপ্ট, চমৎকার আবহ, অতর্কিত বাঁকবদল, রহস্য এই গোটা ওয়েবসিরিজটিকে বেঁধে রেখেছে। অসংখ্য প্রশ্ন সুতোয় টান দিয়ে জুড়ে গেছে। জুড়ে গেছে একটি মোক্ষম জিজ্ঞাসা, যা আসলে ঘটেইনি কীভাবে তা হয়ে উঠতে পারে একটি আস্ত জীবন! এর আগে সৌরভ চক্রবর্তী ও তাঁর টিম আমাদের উপহার দিয়েছেন ধানবাদ ব্লুজ, কার্টুন, জাপানি টয়-এর মতো ওয়েবসিরিজ। ট্রিক্সস্টার ও স্প্যানের এই প্রযোজনায় তাই প্রত্যাশা ছিল, দর্শকদের সেই প্রত্যাশা ভাঙতে দেননি সৌরভ চক্রবর্তী, ঈশিতা সরকার-রা। 'শব্দ জব্দ' প্রমাণ করেছে সে থ্রিলারের ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য আসেনি। অসংখ্য জটিল জালের বুনটকে সঙ্গে নিয়েই এগিয়েছে কাহিনি।

আরও পড়ুন
রহস্য ও দৃষ্টিভ্রমে জমজমাট বাংলা ওয়েব সিরিজ, মুক্তি পেল ‘শব্দ জব্দ’র ট্রেলার

দর্শকরা দেখতে পাবেন কথোপকথনে জাতিস্মরের মতোই লেখক তুলে আনছেন তাঁর ভয়াবহ অতীতের ইতিহাস৷ বর্ণনার একদম শুরুতেই ক্যামেরার অভিনব কাজ। সিরিজটির অন্যতম আকর্ষণ ব্যাকফরোয়ার্ড দৃশ্যগুলি।

দর্শক জানেন, সৃজনশীল মানুষ মাত্রেই বাউণ্ডুলে। বোহেমিয়ান। তেমনই এক আনমনা, ভুলো লেখকের গল্প হয়ে উঠতে পারতো 'শব্দ জব্দ'। কিন্তু গল্প কি সোজা পথে বাড়ি ফেরে? একেকসময় দেখতে দেখতে দর্শক হয়তো গুলিয়ে ফেলবেন এটি সাসপেন্স থ্রিলার নাকি হরর সিরিজ। গল্প এগোবে, তার টানটান উত্তেজনা আপনাকে নিয়ে যাবে অন্য কোনও পরিণামের দিকেই। এই ভাববেন ধরে ফেলেছেন সেই মগডাল অথচ পিছলে যাবে হাত।

গোটা স্ক্রিপ্টে খেলা করে বেরিয়েছে নানা ইঙ্গিত। লেখকের চিকিৎসকের সঙ্গে লেখকের মেয়ের একটি অসমবয়সি প্রেমের ইঙ্গিত। এই প্রেম কতখানি সত্যি, কতখানি এর অস্তিত্ব আছে বা নেই তা নিয়েও অস্বস্তিতে পড়তে থাকে দর্শক। আর এই অস্বস্তিই সিরিজটির প্রাণ। শেষ পর্যন্ত বহু প্রশ্নেরই উত্তর দেননি নির্মাতারা, সেইসব উত্তর বোধহয় দেওয়ার প্রয়োজনই পড়েনি ছবিতে। কিছু কিছু প্রশ্নের জায়গা খুলেও রাখতে হয়। তবে তেমনই দু-একটি উত্তর না পাওয়া হয়তো শেষ দৃশ্যে সমস্যা করবে অঙ্ক মেলাতে। একটি দুর্ঘটনা হল অথচ তার কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া গেল না নিউটাউন থানায়। পুলিশও এতে জড়িয়ে কিনা জানা গেল না শেষ পর্যন্ত। জানা গেল না আরও কিছু কিছু জায়গাও। এমন কিছু খামতিও চোখে পড়ে গোটা সিরিজে। তবে তা রসাস্বাদনে কোনও খামতি ঘটাবে না গোটা সিরিজে। 

আরও পড়ুন
‘শব্দ জব্দ’-এর টিজার টুইট করলেন বিগ বি, নজিরবিহীন ঘটনা বাংলা ওয়েব সিরিজে

কাহিনির রহস্য অবশ্য প্রকাশ করা অনৈতিক, তাই আপনাদেরই দেখতে হবে এই নতুন সিরিজ।

অভিনয়ে, প্রধান ভূমিকায় সৌগত সিনহার চরিত্রে রজত কাপুর, তাঁর বাল্যবন্ধু কানাই এর চরিত্রে কৌশিক রায়, সুলগ্নার চরিত্রে মুমতাজ, এছাড়াও পায়েল সরকার এবং অন্যান্য তরুণ অভিনেতারা সকলেই বাস্তব করে তুলেছেন তাঁদের চরিত্র৷ বলাই বাহুল্য রজত কাপুরের অভিনয় থেকে চোখ সরবে না আপনার। যদিও বেশ কিছু ক্ষেত্রে ভয়েসের সঙ্গে লিপ মিলতে সমস্যা হয়েছে। গল্পের মধ্যে দিয়ে স্মৃতি বিস্মৃতির দোলাচলটি রজত কাপুর দক্ষভাবে ফুটিয়ে তুলেছেন চরিত্রে। এবং তাঁর পাপের আভাস ক্রমশ রহস্যের অন্তিম পর্বের এক ষড়যন্ত্রকেই ইঙ্গিত করেছে। পাহাড়ি রাস্তার বাঁকের মতো বদলে গিয়েছে প্রতিটি এপিসোড।

অন্যদিকে অস্বীকার করা যায় না লেখকের মৃত্যু সংক্রান্ত চেতনাকে। যা রহস্যের বাইরে গিয়েও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প উপহার দেয়।

আরও পড়ুন
বাংলা ওয়েব সিরিজে প্রথমবার রজত কাপুর, আসছে ‘শব্দ জব্দ’

এরপর সিরিজের যে অংশটি নিয়ে বলতে হয় তা হল গান। সাসপেন্স থ্রিলারটিতে গান দর্শককে একটা দমকা খোলা বাতাস এনে দিয়েছে। বিশ্রাম দিয়েছে। গানটি গেয়েছেন প্রজ্ঞা। ভিন্নস্বাদের পরিচয় পাওয়া গেছে এই গানেও।

পরিচালক সৌরভ চক্রবর্তী কার্টুন এবং ধানবাদ ব্লুজ-এর পর পরিচালনা করলেন শব্দ জব্দ। এবং ক্রিয়েটিভ ডিরেক্টর ঈশিতা সরকার-সহ পুরো টিম দর্শকদের হতাশ করল না।

সবমিলিয়ে 'শব্দ জব্দ' বাংলা ওয়েব সিরিজে অপরাধ মনস্তত্ত্বের একটি অধ্যায় হয়তো উন্মোচন করল।

More From Author See More

Latest News See More