'শুধু তা-ই পবিত্র, যা ব্যক্তিগত' লিখেছিলেন বুদ্ধদেব বসু। প্রিয়জনের মৃত্যুশোকও কি তাই? প্রবল ব্যক্তিগত? শোকের কতখানি প্রকাশ্য বা সামাজিক উন্মোচন রুচিশীল? তারও কি সীমা বাঁধা আছে?
তাহলে, সারা বিশ্বে দীর্ঘ-দীর্ঘকাল বহমান সামাজিক শোক বা বিলাপের সংস্কৃতিকে কীভাবে দেখব? শোককে কীভাবে দেখে ধর্ম, কীভাবেই বা দেখে রাষ্ট্র? শোকেরও কি বিধিনিষেধ হয়? সামাজিক শোক কখনো কি পরিণত হয় সম্মিলিত প্রতিবাদে?
মৃত্যুর প্রসঙ্গ নিয়েই জীবনের আলোচনা...
'আছে দুঃখ আছে মৃত্যু'
কথোপকথনে
আলাপন বন্দ্যোপাধ্যায় এবং দীপেশ চক্রবর্তী