মানুষের বিশ্বস্ত বন্ধু কুকুর। শুধুই কি পুলিশস্কোয়াড? বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেরও অংশ হয়ে গেছে সারমেয়। এমনকি ভোডাফোনের সেই বিজ্ঞাপন, কুকুরের সঙ্গে বন্ধুত্বের সেই ছবি ট্রেডমার্ক হয়ে গেছে কোম্পানিটির। তবে এবার এক নতুন চরিত্রে কাজ করতে দেখা গেল সারমেয়কে। হুন্ডাই শো-রুমের সেলসম্যান। হ্যাঁ, এমনই আশ্চর্য দৃশ্য দেখা গেল ব্রাজিলে।
টাকসন প্রাইম। এই নামেই এখন পরিচিত সারমেয়টি। কর্মরত ব্রাজিলের এস্পেরিতো সান্তোর সেররা অঞ্চলের একটি হুন্ডাই শো-রুমে। তবে শুধু সেলম্যান বললে ভুল হবে। টাকসন এখন ওই শো-রুমের ব্রান্ড অ্যাম্বাস্যাডারও বটে। ছবি, নাম এবং পদমর্যাদা ছাপানো পরিচয়পত্র গলায় ঝুলিয়েই টাকসন নিজের কাজ চালিয়ে যাচ্ছে বহাল তবিয়াতে।
জানা গিয়েছে, টাকসনের বয়স মাত্র এক বছর। শো-রুমের বাইরেই রাস্তায় জন্মেছিল টাকসন। ধীরে ধীরে যত বড় হয়েছে গাঢ় হয়েছে তার সঙ্গে শো-রুমের কর্মীদের বন্ধুত্ব। আর সেই কারণেই ঠায় শো-রুমের গেটেই অপেক্ষারত অবস্থায় থাকত টাকসন। যতক্ষণ না কর্মীরা নিজেরা ঢুকতে দিতেন শো-রুমে ততক্ষণ চলত অপেক্ষার প্রহর। গত মে মাসে তাকে দত্তক নেয় হুন্ডাইয়ের ওই শো-রুম। পাশাপাশি দেওয়া হয় সাম্মানিক কাজও। টাকসনের পারিশ্রমিক হিসাবে খাওয়া-দাওয়া এবং থাকার ব্যবস্থা করেছে ওই শো-রুম।
তৈরি করা হয়েছে তার জন্য বিশেষ কাঠের ডেস্ক। আর সেই ডেস্ক থেকেই নিজের কাজ চালিয়ে যাচ্ছে টাকসন। টাকসনের বন্ধুত্বপূর্ণ আচরণেও মুগ্ধ ক্রেতারা। পাশাপাশি নেট দুনিয়াতে ইতিমধ্যেই বেশ বিখ্যাত হয়ে গেছে সে। প্রায় ২৮ হাজারেরও বেশি ফলোয়ার তার ইনস্টাগ্রাম পেজে। অন্যদিকে অবলা প্রাণীর পরিচর্যার দায়িত্ব গ্রহণ এবং এমন অভিনব সিদ্ধান্তের জন্যও বহুল প্রশংসিত হুন্ডাইয়ের কর্মীরাও...
আরও পড়ুন
‘ঘোস্ট ডগ’ – রহস্যময় এই সারমেয় রয়েছে আমাজনের গভীরেই
Powered by Froala Editor
আরও পড়ুন
‘অপরাধ’ চারটি শাবকের জন্ম দেওয়া, চলন্ত বাইকের সঙ্গে বেঁধে নৃশংস খুন সারমেয়কে