অবশেষে শুটিং শুরুর ছাড়পত্র দিল রাজ্য। সোমবার অর্থাৎ ১ জুন থেকেই শুরু হবে চালু হতে পারে শুটিংয়ের কাজ, তা অনুমতি দিল রাজ্যের নতুন নির্দেশিকা। তবে টলিপাড়া খুলতে এখনও সময় লাগবে বেশ কয়েকদিন।
ইন্ডোর ও আউটডোর দুয়ের ক্ষেত্রেই সবুজ সংকেত মিললেও বন্ধ থাকবে রিয়্যালিটি শো-এর শুটিং। এছাড়া সর্বাধিক ৩৫ জন কর্মী নিয়েই শুটিংয়ের কাজ চালাতে হবে, নির্দেশ সরকারের। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। শুধু শট নেওয়ার সময়টুকুই অভিনেতা-অভিনেত্রীরা মাস্ক খুলতে পারবেন। বাধ্যতামূলক করা হয়েছে সেটের স্যানিটাইজেশনও।
প্রাথমিকভাবে গত বৃহস্পতিবার সুরক্ষাবিধির বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন প্রোডাকশন গিল্ড, আর্টিস্ট ফোরাম, ইম্পা ও টেলিভিশন চ্যানেলের কর্মকর্তারা। আগামী ২ জুন আবারও একটি বৈঠকে নিজেদের মতামত জানাবে সংস্থাগুলি। তার ওপর ভিত্তি করেই ৪ জুন চূড়ান্ত গাইডলাইন প্রস্তুত করে দেওয়া হবে সরকারের তরফে।
তবে টলিপাড়া দীর্ঘদিন বন্ধ থাকায় শুটিংয়ের অবস্থায় নেই। সেইসঙ্গে আমফানের দাপটে ক্ষতি হয়েছে বেশ কিছু। ফলে সবকিছু গুছিয়ে নিতেও সময় লাগবে খানিকটা। সব মিলিয়ে শুটিং শুরু হতে হতে জুন মাসের ৭-৮ তারিখ হয়ে যাবে, তারই ইঙ্গিত দিলেন রুপোলি পর্দার শিল্পীরা। তবে প্রিয় শিল্পী এবং কলাকুশলীদের প্রত্যাবর্তনের দিকেই উদগ্রীব হয়ে তাকিয়ে আছে দর্শক মহল। অবসান হল বহুদিনের অপেক্ষারও। যদিও শুটিং শুরু হলেও, সিনেমা হলগুলি বন্ধ থাকছে। হয়তো মহামারীর আবহে অনলাইন মিডিয়াগুলোর দিকে এবার আরো বেশি করে ঝুঁকেবেন প্রযোজকরা।
Powered by Froala Editor