পুরুলিয়ায় বরফ! সাম্প্রতিক ইতিহাসে প্রথমবার ঘটল এমন আশ্চর্য ঘটনা

এ-বছর শীতের প্রকোপ অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা বেশি। কলকাতা তো বটেই, পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যও রেহাই পায়নি শীতের হাত থেকে। দিল্লির শীত তো বিগত এক শতাব্দীর রেকর্ড ভেঙে দিয়েছে এবার। কিন্তু এসবের মধ্যেও, একটি খবরে চমকে উঠল সকলে। শনিবার ভোরে, পুরুলিয়ায় দেখা গেছে বরফ। ইতিহাসে প্রথম।

সকালে পুরুলিয়ার বেগুনকোদরের কয়েকজন বাসিন্দা দেখতে পান, বেগুনকোদর স্কুলের পেছনের খড়ের গাদা সাদা হয়ে আছে বরফে। কয়েকটা গাছের পাতাতেও জমেছে বরফ। এই ঘটনাতে হতবাক সকলেই। পুরুলিয়ায় দূষণের পরিমাণ অনেকটাই কম। ফলে, জলবায়ুর অস্বাভাবিক আচরণের ব্যাখ্যাও মিলছে না। পুরুলিয়া প্রতিবার তীব্র শীতের মুখোমুখি হয়। কিন্তু হিমাঙ্কের নিচে তাপমাত্রা যাওয়া সত্যিই অস্বাভাবিক। প্রবীণরা স্মৃতি ঘেঁটেও মনে করতে পারছেন না এমনটা আগে হয়েছে বলে।

পুরুলিয়ারই বাসিন্দা চন্দন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই খবর। সঙ্গে ছবিও। আশ্চর্য ছবিগুলি দেখে সত্যিই বিস্ময় জাগে। দার্জিলিং-কালিম্পং নয়, খোদ পুরুলিয়ার বুকে বরফপাত সত্যিই ঐতিহাসিক।

More From Author See More

Latest News See More