আবার ঘাতক কোভিড, প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ

কবির পর এবার এবার করোনা কেড়ে নিল কবিপত্নীর প্রাণ। বৃহস্পতিবার ভোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। ২১ এপ্রিল সকালে করোনা সংক্রমণের কারণেই মৃত্যু হয় বাংলা সাহিত্যের নক্ষত্র শঙ্খ ঘোষের। তাঁর মৃত্যুর ৮ দিনের মাথায় চলে গেলেন প্রতিমা ঘোষও। শঙ্খ ঘোষের স্ত্রী, এই পরিচয়ের পাশাপাশি প্রতিমা ঘোষ নিজেও ছিলেন একজন সাহিত্যিক তথা বাংলা সাহিত্যের অধ্যাপিকা।

১৯৩১ সালে জলপাইগুড়ি শহরে জন্ম প্রতিমা বিশ্বাসের। আনন্দচন্দ্র কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য চলে আসেন কলকাতায়। ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এই সময়েই সহপাঠী হিসাবে আলাপ হয় শঙ্খ ঘোষের সঙ্গে। ১৯৫৩ সালে এম.এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বহরমপুর গার্লস কলেজে অধ্যাপনা শুরু করেন তিনি। ১৯৫৬ সালে কবি শঙ্খ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এরপর কলকাতার শ্রী শিক্ষায়তন, বিদ্যাসাগর কলেজ ফর উইমেন-এও অধ্যাপনা করেছেন প্রতিমা ঘোষ। পাশাপাশি চলেছে লেখালিখিও। উত্তরবঙ্গের সাহিত্যকে এক নতুন চেহারায় হাজির করেছিলেন তিনি। তাঁর লেখা ‘নয় বোনের বাড়ি’, ‘আপনজন ক'জন কবি’, ‘সেইসব কথা’ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদ।

১২ এপ্রিল কবি শঙ্খ ঘোষের সঙ্গেই তাঁর শরীরেও দেখা দেয় করোনার লক্ষণ। প্রথম প্রথম সামান্য কাশি। কিন্তু পরীক্ষা করাতেই ধরা পড়ে, দুজনেই করোনা ভাইরাসের শিকার। তবে হাসপাতালে ভর্তি হতে চাননি প্রতিমা ঘোষ। তাই বাড়িতেই হোম আইসোলেশনে রেখে চলছিল চিকিৎসা। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও শঙ্খ ঘোষের মৃত্যুর পর মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন তিনি। সেই মানসিক ধাক্কা সামলে ওঠার আগেই আজ ভোর ৫টা নাগাদ মৃত্যু হল তাঁর। প্রতিমা ঘোষের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাহিত্যসমাজ।

আরও পড়ুন
বাংলা সাহিত্যজগতে নক্ষত্রপতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ

Powered by Froala Editor

আরও পড়ুন
‘দেশ’ পত্রিকায় বাতিল কবিতা, নজরদারি আকাশবাণীতেও – জরুরি অবস্থার শিকার শঙ্খ ঘোষ

More From Author See More