বাদুড়ের পাশাপাশি করোনার বিস্তারের কারণ প্যাঙ্গোলিনও, সন্দেহ বিজ্ঞানীদের

এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা কোন জায়গায় আছে, তা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর এইসবের জন্য বাদুড়কেই দোষী সাব্যস্ত করছেন অনেকে। পরীক্ষায় বেরিয়েই এসেছে করোনার উপস্থিতি। কিন্তু বাদুড় কি শুধু একা? সেটা বলছেন না বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণা করোনা ভাইরাস ও তার সংক্রমণ নিয়ে আরও একটি প্রাণীর নাম সামনে আনল। এবার সেই প্যাঙ্গোলিনের দিকে নজর তাঁদের।


সম্প্রতি ‘সায়েন্স আডভান্সেস’ জার্নালে প্রকাশ পেয়েছে এই গবেষণা। ডিউক ইউনিভার্সিটি ও লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরির বিশেষ টিম দীর্ঘদিন ধরে বাদুড়, প্যাঙ্গোলিনদের নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের নমুনা সংগ্রহ করে চলছে পরীক্ষা নিরীক্ষা। সেখানেই এই নতুন তথ্য সামনে এল। প্যাঙ্গোলিনরা সাধারণত পিঁপড়ে খেয়েই কাটায়। অত্যন্ত জনপ্রিয় এই প্রাণীটি পিঁপড়ে খেলেও, এরা মানুষের প্লেটেও জায়গা করে নিয়েছে। খাবার হিসেবে চিনে এরা বেশ প্রসিদ্ধ। বিজ্ঞানীদের সন্দেহ, সেখান থেকেও ছড়াতে পারে করোনা। 


হঠাৎ এমন সন্দেহের কারণ? করোনা ভাইরাস ও বাদুড়, প্যাঙ্গোলিনের জিনোম পরীক্ষা করে, গবেষণা করে এই তথ্য খুঁজে পেয়েছেন তাঁরা। তাঁদের সন্দেহ, বাদুড়ের সঙ্গে প্যাঙ্গোলিনও করোনার বাহক। করোনা ভাইরাস এদের শরীরেও থাবা বসায়। এদের খেলে সেখান থেকেও করোনা ছড়াতে পারে। বাদুড়ের পাশাপাশি এই রোগের বিস্ফোরণের জন্য এই নিরীহ প্রাণীটির দিকেও নজর রাখছেন তাঁরা। তবে বিজ্ঞানীরা এও বলছেন, এই সবই পরীক্ষার স্তরে আছে। এখনও অনেক গবেষণা বাকি। তবে সাধারণ মানুষ যাতে বন্য প্রাণীর সংস্পর্শে না আসে, সেই বিষয়টি বারবার খেয়াল রাখতে বলছেন বিজ্ঞানীরা। 

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More