বাংলাদেশে বুড়িগঙ্গায় ডুবল যাত্রীবাহী লঞ্চ, মৃত এখনও পর্যন্ত ৩০

করোনা পরিস্থিতির মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ। সোমবার সকালে বুড়িগঙ্গায় ডুবে যায় ‘এমএল মর্নিংবার্ড’ নামে একটি লঞ্চ। এখনও অবধি ঘটনাস্থল থেকে ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ১৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৩ জন শিশু। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করছেন উদ্ধারকারী দল।

মোটামুটি ৫০-৬০ জন যাত্রী নিয়ে রওয়ানা হয়েছিল এই লঞ্চ। হঠাৎ সদরঘাট লালপট্টি থেকে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিংবার্ড। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে নৌবাহিনী এবং কোস্ট গার্ডের বাহিনী। ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা নাগাদ মুন্সিগঞ্জ থেকে রওয়ানা হয়ে সদরঘাট কাঠপট্টি ঘাটে নোঙর বাঁধার আগেই ঘটেছে দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন জানিয়েছেন, ময়ূর-২ লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে চালক এবং তাঁর দুই সহকারী পালিয়েছেন।  বর্ষায় বুড়ি গঙ্গায় এমন দুর্ঘটনা প্রতি বছরই কমবেশি ঘটে। তবে এবারের দুর্ঘটনা বেশ মারাত্মক। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Powered by Froala Editor