নোবেল ও অস্কারজয়ীদের নামে পার্ক, নতুনভাবে সেজে উঠছে তিলোত্তমা

মনীষীদের নামে রাস্তা, পার্কের উদাহরণ তো চারিদিকেই রয়েছে। শুধু বাংলায় নয়, সর্বত্র। কিন্তু একইসঙ্গে তিনজন বিশিষ্ট ব্যক্তির নামে উদ্যান খোলার ঘটনা কি খুব একটা দেখা যায়? যার মধ্যে দুজন এখনও জীবিত। এমনটাই হচ্ছে খোদ কলকাতার বুকে। নোবেল জয়ী দুই বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামে এবার তৈরি হল দুটি উদ্যান। সেই সঙ্গে যুক্ত হলেন সত্যজিৎ রায়ও।

আরও পড়ুন
আদিবাসী মহিলাদের নিয়ে তৈরি বিশেষ ব্যাটেলিয়ান, ভারতে প্রথম

কলকাতা পৌরসভার ১০১ নং ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত প্রথম এই পরিকল্পনার কথা বলেছিলেন। দুই নোবেলজয়ী এবং অস্কারজয়ী বাঙালির নামে বিশেষ পার্ক তৈরি করা হবে - এই ভাবনায় সায় দেন মেয়র ফিরহাদ হাকিম। সেই ভাবনা থেকেই বাঘাযতীন-পাটুলি এলাকায় তৈরি করা হয় ‘অভিজিৎ বিনায়ক উদ্যান’। আর গাঙ্গুলিবাগানের অরুণাচল সংঘের মাঠটি নামাঙ্কিত করা হয় অমর্ত্য সেনের নামে। দুই পার্কেই থাকবে কলকাতার নানা ছবি। সেই সঙ্গে থাকবে নোবেলজয়ীদের ছবিও। এছাড়াও, ওই ওয়ার্ডেই থাকছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পার্কও। শুক্রবার এই পার্কগুলির উদ্বোধন করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ দেবাশিস কুমার।

আরও পড়ুন
দ্বাদশ ব্যক্তি

নিজের নামে পার্ক হচ্ছে, এই খবর পৌঁছে গেছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছেও। স্বাভাবিকভাবেই, খুশি হয়েছেন তিনি। পার্কের সবুজ গাছগাছালির ছোঁয়া যাতে শৈশবকে আরও স্নিগ্ধ করে, তাদের বেড়ে ওঠার পথে বন্ধু হয়ে থাকে, সেটারই কথা বারবার বলেছেন তিনি। সবুজের ছোঁয়া যে সত্যিই দরকার। সেই সঙ্গে দরকার শৈশবকেও। তা না হলে, সত্যিই পৃথিবী নির্জীব হয়ে পড়বে।

Latest News See More