porno

şanlıurfa otogar araç kiralama

bakırköy escort

অপেক্ষার অবসান, সব ঠিক থাকলে জুলাইতেই খুলতে চলেছে কফি হাউজ - Prohor

অপেক্ষার অবসান, সব ঠিক থাকলে জুলাইতেই খুলতে চলেছে কফি হাউজ

‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’— এই গানটি আক্ষরিক অর্থে সত্যি হয়ে উঠেছিল লকডাউনের সময়। কলেজ স্ট্রিটে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকের ঐতিহ্যশালী বাড়িটার দোতলা আর তিনতলার দরজার কাছে অনেকেই অভ্যাসমতো চলে গিয়েছিলেন। তারপর একরাশ হতাশ হয়ে ফিরে এসেছিলেন। তবে সেই হতাশা শেষ হতে চলেছে এবার। জুলাইয়ের প্রথম সপ্তাহেই খুলে যেতে পারে বাঙালির আড্ডা জংশন কলেজ স্ট্রিট কফি হাউজ।

লকডাউন ঘোষণা হবার পর থেকেই দেশের অন্যান্য জায়গার মতো ঝাঁপ বন্ধ হয়েছিল কফি হাউজের। জুন মাস থেকে লকডাউন শিথিল হবার পর একে একে লোক বাড়ছিল বইপাড়ায়। সেই সময় অনেকেই খোঁজ নিয়েছিলেন কফি হাউজ সম্পর্কে। কবে খুলবে সেই ঘর, প্রশ্ন ছিল সবার। অনেকে মনের খেয়ালে চলেও গিয়েছিলেন সেখানে। আড্ডা-তর্ক-গান-কবিতার ভরপুর আওয়াজটাই মুছে গিয়েছিল। এবার সেই আওয়াজ ফিরিয়ে আনার চেষ্টায় নেমেছেন কফি হাউজ কর্তৃপক্ষ। 

ইন্ডিয়ান কফি ওয়ার্কারস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাই মাসের শুরুর দিনেই বৈঠক ডাকা হয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সবাই রাজি থাকলে কয়েকদিনের মধ্যেই খুলে যাবে কলেজ স্ট্রিটের কফি হাউজ। তবে খুললেও বর্তমান পরিস্থিতির কথা ভেবে বেশ কিছু বিধি নিষেধ রাখা হবে। সেই সমস্ত নিয়ম নিয়েও আলোচনা হবে বৈঠকে। আপাতত সেই দিকেই তাকিয়ে আছে সবাই।

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More