ডাক্তার-দম্পতির এভারেস্ট জয়

কয়েকদিন আগের কথা। মাত্র ৩০ বছর বয়সে ৫টি আট হাজারি শৃঙ্গজয় করে এক নতুন ইতিহাস লিখেছিলেন প্রিয়াঙ্কা মোহিতে। এবার পর্বতারোহণের দুনিয়ায় আরও এক নজির গড়ল ভারত। ভারতের প্রথম চিকিৎসক দম্পতি (Doctor Couple) হিসাবে মাউন্ট এভারেস্ট (Mt. Everest) জয় করলেন ডাঃ হেমন্ত ললিতচন্দ্র লিউভা এবং তাঁর স্ত্রী ডাঃ সুরভীবেন হেমন্ত লিউভা। 

লিউভা দম্পতি দু’জনেই চিকিৎসক হলেও, তাঁদের কর্মক্ষেত্র ভিন্ন। হেমন্ত ললিতচন্দ্র গুজরাটের এনএইচএল মিউনিসিপ্যাল মেডিক্যাল কলেজের সার্জারির অধ্যাপক। অন্যদিকে তাঁর স্ত্রী রয়েছেন গুজরাট বিদ্যাপীঠের প্রধান চিকিৎসা কর্মকর্তার ভূমিকায়। তবে চিকিৎসার পাশাপাশি অ্যাডভেঞ্চার, বিশেষত পর্বতারোহণ একপ্রকার নেশা তাঁদের কাছে। এমনকি বছর কয়েক আগে পর্বতারোহণের নেশায় শখের মাউন্টেনিং ক্লাবও প্রতিষ্ঠা করেছিলেন ডাঃ হেমন্ত লিউভা। বর্তমানে গুজরাটের পেশাদার এবং শখের পর্বতারোহীদের অন্যতম পীঠস্থান হেমন্তের প্রতিষ্ঠিত ‘মাউন্টেন মুভারস’। 

তবে এই প্রথম নয়। এর আগেও দু-বার এভারেস্ট-জয়ের জন্য ঝাঁপিয়েছিলেন লিউভা দম্পতি। সহায় হয়নি ভাগ্য। প্রতিকূল প্রাকৃতিক অবস্থার কারণে দু-বারই ফিরে আসতে হয়েছিল বেসক্যাম্প থেকে। ২০২১ সালে এভারেস্ট অভিযানের স্বপ্নভঙ্গ হওয়ার পর, মাউন্ট মানাসলুর দিকে যাত্রা করেছিলেন হেমন্ত এবং সুরভীবেন। হ্যাঁ, সফলও হয়েছিলেন তাঁরা। সেটাই ছিল তাঁদের প্রথম কোনো আট-হাজারি শৃঙ্গজয়। এবার এভারেস্ট-জয়ে সেই সাফল্যকেও যেন ছাপিয়ে গেলেন তাঁরা।

গত শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছান লিউভা দম্পতি। মেলে ধরেন ভারতের তিরঙ্গা পতাকা। সেইসঙ্গে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ থেকে পরিবেশ দূষণ এবং পরিবেশরক্ষার বার্তা পাঠান তাঁরা। তবে শুধু লিউভা দম্পতিই নন, সম্প্রতি নজির গড়েছেন আরও এক ভারতীয় অভিযাত্রী। ৪১ বছর বয়সী রিগজিন প্রথম ভারতীয় পর্বতারোহী হিসাবে সম্পূর্ণ অক্সিজেন ছাড়াই জয় করেছেন মাউন্ট এভারেস্ট। সবমিলিয়ে পর্বতারোহণের জগতে এক মাসের মধ্যেই একাধিক মাইলফলক ছুঁল ভারত…

Powered by Froala Editor

More From Author See More