সত্যিই মৃত, নাকি এফবিআই এজেন্ট হয়ে আত্মগোপন? এলভিস প্রেসলির মৃত্যু নিয়ে রহস্য

গায়ে জ্যাকেট, টিপ টপ চেহারা। মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো। কখনও লম্বা জুলপি, আবার কখনও সবটা উড়িয়ে দেওয়া। আলো পড়লেই মুখটা ভেসে ওঠে হাসিতে। মঞ্চে এমনই চেহারা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল পৃথিবী। আজও তাঁর গান, তাঁর ক্যারিশমা ভক্তদের আটকে রেখেছে। রক অ্যান্ড রোলের দুনিয়ার রাজা তিনি— ‘দ্য কিং’ এলভিস প্রেসলি। নামই যথেষ্ট!

এলভিসকে শুধু আমেরিকায় আটকে রাখা ঠিক হবে না। গোটা পৃথিবীতেই তিনি এক ‘ব্র্যান্ড’। গান, অভিনয়, ম্যানারিজম— সবেতেই তিনি নিজের সময়ের একজন প্রতিনিধিস্থানীয়, ‘কাল্ট’ চরিত্র। এলভিসের জীবন নিয়ে বলতে গেলে অনেকটা বলা হয়ে যায়। আলাদা একটা অধ্যায়ই শুরু করতে হয়। কিন্তু আমাদের আলোচ্য বিষয় সেটা নয়। এলভিসের মতো তারকাদের জীবনে যেমন খ্যাতি থাকে, তেমনই থাকে রহস্য। স্বয়ং এলভিসেরও ছিল এমনই এক রহস্য। অন্তত তাঁর ভক্তদের দাবি এমনটাই। তাঁদের প্রশ্ন একটাই, ১৯৭৭ সালের ১৬ আগস্ট সত্যিই কি মারা গিয়েছিলেন দ্য কিং অফ রক অ্যান্ড রোল? 

ওই সময় একটু চোখ বোলানো যাক। খ্যাতির পাশে ব্যক্তিগত নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন এলভিস। সেইসঙ্গে ড্রাগ নেওয়া ও মদ্যপানের প্রবণতাও বাড়তে থাকে। পাল্লা দিয়ে বিগড়োতে থাকে শরীরও। একসময় তো অত্যাদিক ড্রাগ নেওয়ার ফলে দিন তিনেকের কোমায়ও চলে গিয়েছিলেন! এতকিছু সামলেও নিজের জায়গা ধরে রেখেছিলেন তিনি। ১৯৭৭-এর ১৬ আগস্টও একটি ট্যুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎই তাঁর দেহ শিথিল হয়ে আসে। বরফের মতো শক্ত আর ঠান্ডা হয়ে যান এলভিস। অতঃপর, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মৃত্যুর কারণ হিসেবে বলা হয় হার্ট অ্যাটাক। 

হাসপাতাল থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়ল খবর। এলভিস প্রেসলি আর নেই! এ যে হতে পারে না! ভক্তরা রীতিমতো ব্যাকুল। যাই হোক, এলভিসকে তো গ্রেসল্যান্ডে সমাধিস্থ করা হল। পাশাপাশি আরও একটি প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠল। এলভিস কি সত্যিই মারা গেছেন? নাকি কোনো এক কারণে নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দিয়ে আত্মগোপন করে আছেন? ইতিমধ্যেই খবর আসতে থাকে, অনেকেই নাকি নানা জায়গায় এলভিসকে দেখেছেন। কিছু বলার আগেই জাদুমন্ত্রের মতো উধাও হয়ে গেছেন ‘তিনি’। 

আরও পড়ুন
অন্যদের বারণ সত্ত্বেও উড়ান, মাত্র ৫৩ বছরেই বিমান-দুর্ঘটনায় মৃত জন ডেনভার

আশির দশকের শেষের দিকে গেইল ব্রিউয়ার-জর্জিও একটি বই লেখেন। নাম ‘ইজ এলভিস অ্যালাইভ’। রীতিমতো জনপ্রিয় হয়ে যায় বইটি। স্বাভাবিক, নামেই কেমন রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। শুধু নামেই নয়, বইটির ভেতরেও বিস্ফোরক কিছু দাবি করেছেন গেইল। তাঁর মতে, এলভিস প্রেসলি এখনও বেঁচে আছেন কিনা জানা নেই। তবে তিনি যে ’৭৭-এর ১৬ আগস্ট মারা যাননি, তার প্রমাণ নাকি জোগাড় করেছেন। আর এটাই ছিল ট্রিগার পয়েন্ট। তাঁর মতে, কুখ্যাত মাফিয়া গ্রুপগুলোর থেকে নিজেকে বাঁচাতেই এই কাজ করেছেন এলভিস। এফবিআই নাকি তাঁকে আন্ডারকভার এজেন্টের দায়িত্ব দিয়েছিল। নিজেকে বাঁচাতেই নাকি মৃত্যুর খবর রটিয়েছিলেন রক অ্যান্ড রোল কিংবদন্তি। যদিও এফবিআই এই দাবি খারিজ করেছিল। কিন্তু তাঁদের সঙ্গে এলভিসের যোগাযোগ যে ছিল, সেটা প্রমাণিত। 

অনেকে আঙুল তুলেছেন এলভিসের সমাধিফলকের দিকে। সেখানে লেখা তাঁর পুরো নাম- ‘এলভিস অ্যারন প্রেসলি’। এখানেই দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন তাঁর ভক্তরা। হিসেব অনুযায়ী, অ্যারনের বানান হওয়ার কথা ‘Aron’। কিন্তু তাঁর জায়গায় লেখা আছে- ‘Aaron’! এটা কি ভুল করে? তাহলে পরে ঠিক করে নেওয়া হল না কেন? নাকি অন্য কোনো কারণ আছে? 

আরও পড়ুন
‘ইম্যাজিন ইফ জন ওয়্যার ডেড’; গুলি করার আগে, জন লেননের অটোগ্রাফ নিল হত্যাকারী

হতে পারে এসবই মনের ভুল। হতে পারে ফ্যান থিয়োরি। নিজের প্রিয় আইকনের মৃত্যু হয়তো বিশ্বাস করতে পারেননি তাঁরা, মানতে চাননি। হতে পারে সত্যিই পেছনের ঘটনা অন্য। যাওয়ার সময়ও রহস্যের আড়ালে রেখে গেলেন এলভিস প্রেসলি। দূরের তারা হয়েই থেকে গেলেন; সবার ধরা ছোঁয়ার বাইরে… 

Powered by Froala Editor

আরও পড়ুন
বব ডিলানের ডাইরির একটি পাতার দাম ২২ লক্ষ ডলার, জেনে নিন কী আছে তাতে

More From Author See More