মাত্র দুটি ড্রাগের মিলিত প্রয়োগেই সেরে উঠবে ফুসফুসের ক্যানসার, যুগান্তকারী আবিষ্কার

মহামারী করোনার প্রকোপে হয়তো অনেক মারণ রোগকেই ভুলতে বসেছি আমরা। তবে এর মধ্যেও ক্যানসার তার প্রভাব বজায় রেখেছে একইভাবে। পৃথিবীর সবচেয়ে জটিল রোগগুলির মধ্যে অন্যতম অবশ্যই ক্যানসার। আর এর মধ্যে ফুসফুসে ক্যানসারের প্রকোপই সবচেয়ে বেশি। তবে এবার সেই প্রাণঘাতী অসুখের বিরুদ্ধেই সাফল্যের দিশা দেখাচ্ছে বিজ্ঞানীদের গবেষণা। সম্প্রতি ‘জার্নাল ফর ইমিউনোথেরাপি অফ ক্যানসার’ পত্রিকায় প্রকাশিত হল গবেষণার কথা।

একটি নয়, আসলে দুটি ইমিউনোথেরাপি ড্রাগের মিলিত প্রয়োগে ক্যানসারের বিরুদ্ধে সাফল্যের পথ বাতলেছেন অন্টারিওর গবেষক সোফিয়া ওজানস্কি। তাঁর এই যুগান্তকারী গবেষণা প্রাথমিকভাবে পরীক্ষাগারে সাফল্য দেখিয়েছে। প্রথম ড্রাগটি ক্যানসার আক্রান্ত টিউমার কোষগুলিকে শরীরের বাকি অংশ থেকে পৃথক করে। তাতে রক্তচলাচল বন্ধ করে দেয় ধীরে ধীরে। আর সপ্তাহ তিনেক এই প্রক্রিয়া চলার পর প্রয়োগ করা হয় দ্বিতীয় ড্রাগটি। এই পর্যায়ে ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে মেরে ফেলার পাশাপাশি শরীরের বাকি কোষে অনাক্রমতা তৈরি করে।

ফুসফুসের ক্যানসার নিয়ে বিজ্ঞানীদের গবেষণা অবশ্য নানা সময়ে আশার আলো দেখিয়েছে। ২০১৮ সালে মার্কিন বিজ্ঞানী জেমস অ্যালিসন এই বিষয় নিয়ে গবেষণা করেই পেয়েছেন নোবেল পুরস্কার। তবে সোফিয়ার দাবি, এই নতুন পদ্ধতিতে শুধু যে ক্যানসার সারিয়ে তোলা সম্ভব তাই নয়, যখন অন্য সমস্ত পদ্ধতি কাজ করা বন্ধ করে দেয়, তখনও এই দুটি ড্রাগ কাজ করতে পারে। যদিও এখনও কোনো রোগাক্রান্ত মানুষের শরীরে এই ড্রাগের ক্ষমতা পরীক্ষা করা হয়নি। তবে শেষ পর্যন্ত তাঁর গবেষণা ফলঃপ্রসূ হবে বলেই আশাবাদী সোফিয়া। আর তাহলে এক অতি ভয়ানক মারণ ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়া যে অনেকটাই সহজ হয়ে যাবে, সেটা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More