সোনু সুদের পর, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ নিলেন স্বরা ভাস্করও

পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থা এবং অসহায়তার ছবি ছড়িয়ে রয়েছে দেশের সর্বত্র। পায়ে হেঁটে বাড়ি ফিরছেন অনেকেই। অনেকের কাছে নেই ট্রেনে বাড়ি ফেরার সামান্য অর্থটুকুও। এই পরিস্থিতিতে বাড়িতে বসে আরাম করা চরম লজ্জার। এমনটাই ট্যুইট করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। দক্ষিনী নায়ক সোনু সুদের পর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে পথে নেমে উদ্যোগ নিলেন স্বরা ভাস্কর।

লকডাউনের কারণে দীর্ঘদিন মুম্বাইতে আটকে থাকার পর সম্প্রতি দিল্লিতে নিজের বাড়িতে ফিরেছেন স্বরা। আর ফিরেই সেখানে আটকে থাকা শ্রমিকদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করেন তিনি। তারপর প্রশাসনের থেকে অনুমতি নিয়েই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করেন। ১৩৫০ জন শ্রমিকের হাতে তুলে দেন উত্তরপ্রদেশ, বিহারে ফেরার ট্রেনের টিকিট। 

শ্রমিকদের এই করুণ অবস্থার সমাধানে এগিয়ে এসেছেন অমিতাভ বচ্চন এবং প্রকাশ রাজ-ও। রাস্তায় দিন কাটানো পরিযায়ী শ্রমিকদের নিজের ফার্ম হাউসে জায়গা করে দেন প্রকাশ রাজ। নিজের খরচায় বাড়ি ফেরানোর ব্যবস্থাও করেন তিনি। নিজে উপস্থিত থেকে বিদায় জানিয়ে আসেন শ্রমিকদের। অনুরোধ করেন যাত্রাপথে মাস্ক ব্যবহারের জন্য।

মুম্বাই থেকে বাড়ির দিকে যাত্রা করা প্রায় হাজার জন পরিযায়ী শ্রমিকদের খাবার, পানীয় জলের ব্যবস্থা করেন অমিতাভ বচ্চন। সম্প্রতি মুম্বাইয়ের নানান হাসপাতালেও ২০ হাজার পিপিই কিট প্রদান করেন বিগ-বি।

অন্যদিকে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন সোনু সুদ। অভিবাসী শ্রমিকদের জন্য টোল ফ্রি নম্বর চালু করলেন তিনি। যেকোনো অসুবিধায় যাতে শ্রমিকেরা যোগাযোগ করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। এভাবেই দেশের কঠিন সময়ে রুপোলি পর্দা থেকে মাটিতে নেমে এসে শ্রমিকদের কখনো অর্থসাহায্য, কখনো বা বাড়ি ফেরানোর ব্যবস্থা করছেন সত্যিকারের নায়করা। খেটে খাওয়া মানুষদের ঋণ পরিশোধ করতে উজাড় করে দিচ্ছে বলিউড...

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More