করোনার প্রকোপ থেকে এখনও উদ্ধার পায়নি বিশ্ব। যত দিন যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তার থেকেও বড়ো খবর, অনেক জায়গায় নতুন করে সংক্রমণ শুরু হচ্ছে। প্রতিবার চরিত্র বদলাতে বদলাতে নিজেকে প্রায় মেঘনাদের মতো করে তুলেছে এই ভাইরাস। সেই সংক্রান্ত গবেষণা করতে গিয়েই উঠে এল আরও একটি তথ্য। করোনা ভাইরাসের নতুন মিউটেশনটি আগের থেকে অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে, মানুষ আরও বেশি আক্রান্ত হচ্ছে। কিন্তু আগেরগুলোর মতো অত মারণ ক্ষমতা নেই এর…
আন্তর্জাতিক জার্নাল ‘সেল’-এ সম্প্রতি প্রকাশিত হয়েছিল এই গবেষণা। করোনা ভাইরাস অর্থাৎ সার্স-কোভ-২ ভাইরাসের অন্যতম বৈশিষ্ট্যই হল এরা ক্রমাগত নিজেদের মিউটেশন ঘটাতে থাকে। আরএনএ ভাইরাস হওয়ার জন্য এমনিতেই এই বৈশিষ্ট্যটি বর্তমান; কিন্তু সমস্যা হল এরা এত দ্রুত নিজেদের বদলে ফেলছে যে ঠিকঠাক গবেষণা করা মুশকিল হয়ে পড়ছে। সেইজন্য একেকটা স্ট্রেইন নিয়েই গবেষণা করছেন বিজ্ঞানীরা। গত বছরের ৩১ ডিসেম্বর উহান থেকে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে তার অনেক মিউটেশন ঘটেছে। সেই চক্রের মধ্যেই পড়েছে সাম্প্রতিক স্ট্রেইনটিও।
বিজ্ঞানীরা বলছেন, নতুন মিউটেশনের ফলে করোনার স্পাইকের শক্তি একটু হলেও কমেছে। সেইজন্য এই নতুন স্ট্রেইনটি অন্যান্যদের তুলনায় কম ভয়ানক। মারণ ক্ষমতা অতটা নেই। কিন্তু বাকিদের তুলনায় অনেক দ্রুত বিস্তার করে এই মিউটেশনটি। প্রায় তিন থেকে নয় গুণ গতিতে ছড়িয়ে পড়ছে এটি। বিজ্ঞানীরা কেবলমাত্র জেনেটিক সিকোয়েন্সই পরখ করেননি; বরং পরীক্ষাগারে রীতিমতো অন্যান্য প্রাণীদের ওপর পরীক্ষা করেও দেখেছেন। সেই তথ্যই উঠে এসেছে জার্নালে। তাঁরা বলছেন যে স্ট্রেইনটি ইউরোপ আর আমেরিকায় প্রথম থাবা বসিয়েছিল (ডি৬১৪), তার থেকে এটির (জি৬১৪) রূপ বদলেছে বেশ কিছুটা। করোনা ভাইরাসের নতুন এই মিউটেশনটি একটা সময় ইউরোপেই বেশি দেখা যাচ্ছিল; এখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।
তবে বিজ্ঞানীরা এই গবেষণাকে ভালো দিক হিসেবেও নিচ্ছেন। করোনা ভাইরাস নিজেকে বদলাচ্ছে তো বটেই, সেইসঙ্গে একটু হলেও দুর্বল হয়েছে। নতুন এই মিউটেশনের চরিত্রই তার প্রমাণ দিচ্ছে। তবে গবেষণা এখনও শেষ হয়নি। করোনার ওপর কড়া নজর রেখে যাচ্ছেন তাঁরা। সেই অনুযায়ী তৈরি হচ্ছেন চিকিৎসকরাও। সব মিলিয়ে, করোনা যুদ্ধের জন্য সবরকমভাবে প্রস্তুত হচ্ছে মানুষ।
আরও পড়ুন
করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথে বাংলাদেশ, দাবি গ্লোব বায়োটেকের
Powered by Froala Editor
আরও পড়ুন
করোনার বিরুদ্ধে লড়াইয়ে নার্স হোচিমিন, বাংলাদেশের ট্রান্সজেন্ডার আন্দোলনের অন্যতম মুখও তিনিই