সেইসব পাড়া-টারা, নবম পর্ব

উত্তর কলকাতা নিজেই একটা নস্টালজিয়ার নাম। তার গলি, উপগলি, তস্যগলি-জুড়ে ছড়িয়ে রয়েছে অগোছালো জীবন। রয়েছে দো-আঁশলা সংসার, বিটকেলদের দৌরাত্ম, ফুটবল মাদকতা, এক অন্য যাপন। ষাটের দশকে এসব থাকলেও তার চেহারা খানিকটা আলাদা ছিল আজকের থেকে। নিজের স্মৃতি খুঁড়ে সেই সব সাদা-কালো ছবিদের তুলে আনছেন সুপ্রিয় চৌধুরী। ধারাবাহিক লিখছেন প্রহরের পেজে। 


শুধুমাত্র ধারাবাহিক নিয়েই প্রকাশিত বাংলার একমাত্র ক্রোড়পত্র প্রহরের 'রোববারান্দা'। নবম সপ্তাহে এসে পড়ল প্রহরের এই সাপ্তাহিক। আমাদের অবাক করে অভূতপূর্ব সাড়া দিয়েছেন পাঠক। এই রবিবার আসছে সুপ্রিয় চৌধুরীর ধারাবাহিক ‘সেইসব পাড়া-টারা’-র নবম পর্ব। চোখ থাক আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।


#Prohor #NewsPortal #Robbaranda #Supplementary #SupriyaChowdhury #Memoir