পাঁচির পঞ্চকথা - ষষ্ঠ পর্ব

সকাল থেকেই এক উন্মাদনা কাজ করছিল ভাই-বোনেদের মধ্যে। আজ যে বোসবাবুদের বাড়ি যাত্রা দেখতে যাওয়ার কথা। অর্থাভাব, একবসন, এক খাদ্যাভ্যাসের মধ্যেও আলোর রোশনাই দেখতে যাওয়ার প্রবল ইচ্ছে। সন্ধেবেলায় যখন সেই সুযোগ এল আলোর জাঁকজমকে হাত-পা ঠাণ্ডা হয়ে গেল পাঁচির। কাহার পাড়া শুনে বসার জায়গা দেখিয়ে দিল গোঁফওয়ালা দারোয়ান। চার কোণায় বাঁশ দিয়ে মাথার ওপরে টাঙানো কাপড়। চতুর্দিকে জ্বলছে হ্যাজাক। সামনে রাজা, রানী, সৈন্যরা হাজির মঞ্চে। তবে পাঁচি দেখতে থাকে বোসেদের প্রকাণ্ড বাড়ি, দুর্গা প্রতিমার চকচকে চোখ আর বোস গিন্নিদের সাজের বাহার। অথচ মায়ের শরীরে সাদা রং ছাড়া কিছুই নেই। মনটা মোচড় দিয়ে ওঠে পাঁচির। যাত্রা শেষের হাততালির মধ্যেও তার চোখে জল। তারপর?

শুধুমাত্র ধারাবাহিক নিয়েই প্রকাশিত বাংলার একমাত্র ক্রোড়পত্র প্রহরের 'রোববারান্দা’। অষ্টাদশ সপ্তাহে এসে পড়ল প্রহরের এই সাপ্তাহিক। আমাদের অবাক করে অভূতপূর্ব সাড়া দিয়েছেন পাঠক। এই রবিবার আসছে বিশ্বনাথ বসুর ধারাবাহিক উপন্যাস ‘পাঁচির পঞ্চকথা’-র ষষ্ঠ পর্ব। চোখ থাক আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

#Prohor #NewsPortal #Robbaranda #Supplementary #BiswanathBasu #Novel #PanchirPonchokatha