মুকুজ্জের দপ্তর, সপ্তদশ পর্ব

ভূতের গল্প ছাড়া বাংলা সাহিত্য অসম্পৃক্ত থেকে যায়। ঠিক কবে ভূত সাহিত্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তা বলা মুশকিল। তবে উপেন্দ্রনাথ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, রাজশেখর বসু প্রত্যেকেই ছুঁয়ে গেছেন ভৌতিকতাকে। তবু তার মধ্যেও রয়েছে প্রকারভেদ। কোথাও অশরীরীদের মুখে করুণার ছাপ, কখনো তাঁরা রোমহর্ষক, বীভৎস, ভয়ঙ্কর। কখনো আলোচিত হয়েছে উইচক্রাফট, কখনো কঙ্কাল, কখনো শুধু দম-চাপা একটা আবহাওয়া। বাংলা গল্পে জুড়ে গেছে বিদেশী সাহিত্যের প্রসঙ্গও। ভৌতিকতার বিভিন্ন জঁরগুলিকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছেন আদিদেব মুখোপাধ্যায়। বিশ্লেষণ করছেন তাঁর ধারাবাহিক ‘মুকুজ্জের দপ্তর’-এ।

শুধুমাত্র ধারাবাহিক নিয়েই প্রকাশিত বাংলার একমাত্র ক্রোড়পত্র প্রহরের 'রোববারান্দা’। অষ্টাদশ সপ্তাহে এসে পড়ল প্রহরের এই সাপ্তাহিক। আমাদের অবাক করে অভূতপূর্ব সাড়া দিয়েছেন পাঠক। এই রবিবার আসছে আদিদেব মুখোপাধ্যায়ের ধারাবাহিক ‘মুকুজ্জের দপ্তর’-এর সপ্তদশ পর্ব। চোখ থাক আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

#Prohor #NewsPortal #Robbaranda #Supplementary #AdidebMukhopadhyay #Memoir