মহাভারতের রাজনীতি, অষ্টাদশ পর্ব

কথায় আছে ‘যাহা নাই ভারতে, তাহা নাই ভারতে’। মহাভারত এমনই এক লিখিত দলিল। যা ধরে রেখেছে রাজনীতি, দণ্ডনীতিকে। একজন প্রকৃত শাসকের কী ভূমিকা, তাঁর চরিত্রই বা কেমন হওয়া দরকার, তাও বলে দেয় মহাভারত। মহাভারতের এই রাজনীতির বিশ্লেষণ করেই এক ধারাবাহিক লিখছেন শামিম আহমেদ। প্রহরের পাতায়।

শুধুমাত্র ধারাবাহিক নিয়েই প্রকাশিত বাংলার একমাত্র ক্রোড়পত্র প্রহরের 'রোববারান্দা'। অষ্টাদশ সপ্তাহে এসে পড়ল প্রহরের এই সাপ্তাহিক। আমাদের অবাক করে অভূতপূর্ব সাড়া দিয়েছেন পাঠক। এই রবিবার আসছে শামিম আহমেদের ধারাবাহিক ‘মহাভারতের রাজনীতি’-র অষ্টাদশ পর্ব। চোখ থাক আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

#Prohor #NewsPortal #Robbaranda #Supplementary #ShamimAhmed #Memoir