একাদশ অশ্বারোহী

১১ আগস্ট প্রহর.ইন-এর প্রথম জন্মদিন। দেখতে দেখতে একটা বছর কাটিয়ে ফেললাম আমরা। কয়েকজন বাঙালি যুবকের হাতে তৈরি আমাদের এই উদ্যোগ বিগত এক বছরে অনেকের ভালোবাসা পেয়েছে। অকাতরে সাহায্য করেছেন অনেকেই। বর্তমানে ২০ লক্ষের বেশি পাঠক নিয়মিত প্রহর পড়েন। আমরা যারা প্রহর শুরু করেছিলাম, তারা কেউই এর আগে কোনও ব্যবসায় হাত পাকাইনি। কেউ গবেষণা করতাম, কেউ বা সম্পাদনা করতাম অন্য পত্রিকা। এক অর্থে খানিকটা দুঃসাহসী হয়েই এই জগতে পা রাখা। তারপরের অভিজ্ঞতা বয়সে ছোটো হলেও রোমাঞ্চে কম নয়।


প্রহরের প্রথম জন্মদিন তাই আমরা উৎসর্গ করতে চাই বাংলার নিজস্ব সফল ব্যবসায়িক উদ্যোগগুলোর প্রতি। 'বাঙালির রক্তে ব্যবসা নেই'-- এই কথাটাকে যাঁরা ভুল প্রমাণ করেছেন, তাঁদের প্রতিও। ১১ তারিখ, আমাদের জন্মদিনকে কেন্দ্র করে আমরা তাই প্রকাশ করতে চাইছি একটি বিশেষ ক্রোড়পত্র 'একাদশ অশ্বারোহী'। এখানে বাঙালি প্রতিষ্ঠিত ও পরিচালিত ১১টি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে লিখব আমরা। যে-সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে আছে, এমনকি সাড়া ফেলেছে ভিন রাজ্যেও।


স্বাভাবিকভাবেই ১১টি প্রতিষ্ঠানকে আলাদা করে বেছে নেওয়া খুবই কঠিন কাজ। এক্ষেত্রে তাই আপনাদের দ্বারস্থ হলাম আমরা। উপরের লিঙ্কটিতে রইল কিছু নামের তালিকা। আপনারাই ভোট দিয়ে বেছে দিন আপনার প্রিয় এগারো বাঙালিকে...