দুর্ধর্ষ 'দুশমন', নবম পর্ব

মানসিং, লাখন সিং, পুতলি বাই, পানসিং তোমর, ফুলন দেবী... নাম বলতে শুরু করলে শেষ হবে না তালিকা। এঁদের সুবাদেই চম্বলের নামডাক, খ্যাতি। তবে এই খ্যাতির আগে ‘কু’ শব্দবন্ধটিই বসিয়ে দেন অনেকে। চম্বলের এবড়ো-খেবড়ো জমি বেহড়জুড়ে শতাব্দীর পর শতাব্দী জুড়ে এই ডাকাতদের রাজত্ব। অবশ্য ‘ডাকাত’ বলা ভুল হবে। ‘বাগী’। চম্বলের সেই ইতিহাস আর বর্তমান দুইয়ের মধ্যে সেতু হয়েই রোমহর্ষক সেইসব ছবির কথাই নিজের ধারাবাহিকে তুলে আনছেন শুভেন্দু দেবনাথ।

 

শুধুমাত্র ধারাবাহিক নিয়েই প্রকাশিত বাংলার একমাত্র ক্রোড়পত্র প্রহরের 'রোববারান্দা'নবম সপ্তাহে এসে পড়ল প্রহরের এই সাপ্তাহিক। আমাদের অবাক করে অভূতপূর্ব সাড়া দিয়েছেন পাঠক। এই রবিবার আসছে শুভেন্দু দেবনাথের ধারাবাহিক দুর্ধর্ষ ‘দুশমন-এর নবম পর্ব। চোখ থাক আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

 

#Prohor #NewsPortal #Robbaranda #Supplementary #SuvenduDebnath #Memoir